News71.com
 International
 15 Jun 17, 10:14 PM
 207           
 0
 15 Jun 17, 10:14 PM

চীনে একটি নার্সারি স্কুলে বিস্ফোরণ,নিহত ৭ আহত ৫৯।।  

চীনে একটি নার্সারি স্কুলে বিস্ফোরণ,নিহত ৭ আহত ৫৯।।   

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের জিয়াংশু প্রদেশে একটি নার্সারি স্কুলে বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত এবং ৫৯ জন আহত হয়েছে বলে সুত্র জানিয়েছে। পুলিশ জানিয়েছে,আজ বৃহস্পতিবার সুঝোউ শহরের ওই স্কুলটিতে অভিভাবকরা তাদের সন্তনদেরকে নিতে আসার সময় প্রবেশপথের কাছে এ বিস্ফোরণ ঘটে। হতাহতদের মধ্যে কোনও শিশু আছে কিনা বা থাকলেও কতজন আছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এক স্থানীয় পুলিশ কর্মকর্তা এ বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করে জানিয়ে বলেছেন ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। চীনের নিউজ ওয়েবসাইট স্থানীয় এক দোকান মালিকের বরাত দিয়ে বলেছে,তিনি বিকালের দিকে বিস্ফোরণের বিকট আওয়াজ শুনেছেন। কাছাকাছি কোনও খাবার দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে থাকতে পারে বলে তার মনে হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন