আন্তর্জাতিক ডেস্কঃ পাক অধিকৃত কাশ্মীরে গিলগিট-বালটিস্তানে সিন্ধু নদীর ওপর বাঁধ তৈরিতে পাকিস্তানকে ১২০০ কোটি ডলার দেবে চীন। বহুদিন ধরেই এই বাঁধ তৈরি করে বিদ্যুৎ উৎপাদন করতে চাইছে পাকিস্তান। এডিবি থেকে ওয়ার্ল্ড ব্যাংক ঘুরেও লাভ হয়নি। কারণ ভারতের আপত্তি। এবার চীনা সাহায্যে সেই বাঁধ তৈরি হতে চলেছে বলে জানিয়েছেন পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহশান ইকবাল। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি। তবে এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি সাউথ ব্লক।
সিন্ধু অববাহিকায় হিমালয়ের ঢালে দিয়ামের-ভাষা বাঁধ তৈরি করে সাড়ে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা পাকিস্তানের অনেকদিনের। এই অবস্থায় বেজিংয়ের প্রস্তাবিত চীন পাকিস্তান ইকনমিক করিডর (সিপিইসি) তৈরি তাদের সামনে সুযোগ খুলে দিয়েছে। সিপিইসি’র প্রয়োজনেই প্রচুর বিদ্যুতের দরকার। বিনিয়োগ করেই চীন সেই খামতি মেটাবে। ইকবাল জানিয়েছেন,আগামী অর্থবছরেই এই কাজ শুরু হবে। তাঁর কথায়,বেজিংয়ের একটি সংস্থা এই প্রকল্প হাতে নিয়েছে। স্থানীয় কোনো সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ১০ বছরের মধ্যে তা শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ভারত আগেই সিপিইসি নিয়ে আপত্তি জানিয়েছে। কারণ ৫৭০০ কোটি ডলারের এই প্রকল্পের একটা অংশ পাক অধিকৃত কাশ্মীরের মধ্য দিয়ে যাচ্ছে। যা ভারতের অংশ বলে মনে করে দিল্লি। এই নিয়ে ইকবাল বলেন,ভারত সিপিইসি নিয়ে সঙ্কীর্ণ দৃষ্টিভঙ্গি দেখানো বন্ধ করুক।
ইসলামাবাদের সঙ্গে বেজিংয়ের সম্পর্ক যথেষ্ট মজবুত। ক’দিন আগেই কাজাখস্তানে প্রেসিডেন্ট শি জিনপিং কার্যত ঠান্ডা সম্পর্ক দেখান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে। শরিফের সঙ্গে একেবারেই আলাদাভাবে বৈঠক করেননি জিনপিং। কারণ কিছুদিন আগেই পাকিস্তানে জঙ্গি হামলায় নিহত হন চীনের দুই নাগরিক। চৈনিকদের নিরাপত্তা দেওয়ায় ব্যর্থতার কারণেই জিনপিংয়ের ওই আচরণ বলে তথ্যাভিজ্ঞ মহলের অনুমান। কিন্তু এদিন সিন্ধুর বাঁধে এতটা অর্থ লগ্নি করায় চীনের সঙ্গে পাকিস্তানের মৈত্রীর সুদৃঢ়তাই প্রমাণিত হল বলে বিশেষজ্ঞদের ধারণা।