আন্তর্জাতিক ডেস্কঃ জনসংখ্যার ওপর চাপ কমাতে ১৯৭৯ সালে চীনে চালু হয় এক সন্তান নীতি। সামগ্রিক উন্নয়নের পরিকল্পনা থেকে গ্রহণ করা এক সন্তান নীতি কার্যকর করতে একাধিক সন্তানের জন্য জনগণকে অতিরিক্ত পয়সা গুনতে হতো। নানা সমালোচনার মুখে প্রায় চার দশক পর ‘এক সন্তান নীতি’ বাতিল করার প্রায় দুই বছর পর চীনের একটি শহর নতুন এক নীতি ঘোষণা করেছে। এই ঘোষণা অনুযায়ী,শহরের বাসিন্দারা একটির বেশি কুকুর পুষতে পারবেন না।
পূর্ব চীনের কিংডও শহরের ওই নীতি অনুযায়ী,কেউ যদি একটির বেশি কুকুর পোষে,তবে তাকে ৩০০ ডলারের মতো জরিমানা করা হবে। তবে বর্তমানে যাদের একাধিক কুকুর রয়েছে,তারা এই জরিমানার আওতামুক্ত থাকবেন। গত ৮ জুন থেকে শহরটিতে এ নীতি কার্যকর করা হয়েছে। নতুন এ নিয়মে প্রতিটি কুকুরের জন্য ৬০ ডলার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে মালিকদের। এ ছাড়া প্রতিটি কুকুরকে একটি ইলেক্ট্রনিক আইডি পরাতে হবে,যাতে তাদের সকল তথ্য থাকবে। কুকুরকে সব সময় একটি শিকলও পরিয়ে রাখতে হবে।
বেইজিং ও সাংহাইয়ের পর তৃতীয় শহর হিসেবে এ নীতিতে আসল কিংডও। ৪০ প্রজাতির কুকুর পোষার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে,এরমধ্যে রয়েছে, জার্মান শেফার্ড,তিব্বতি মাস্তফ এবং পিটবুলের মতো প্রজাতিগুলো। নতুন আইন অনুযায়ী,নতুন করে কেউ একটির বেশি কুকুর পালন করতে গেলে তার জন্য এই আইন প্রযোজ্য হবে।