News71.com
 International
 08 Jun 17, 10:49 PM
 202           
 0
 08 Jun 17, 10:49 PM

ব্রিটেনে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা।।  

ব্রিটেনে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা।।   

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যে সদ্য হয়ে যাওয়া জঙ্গি হামলার রেশ এখনও কাটেনি। এমন পরিস্থিতে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গ্রহন শেষ হল সেখানে। এবারের নির্বাচনে ব্রিটেনের প্রায় ৪ কোটি ৬০ লক্ষ নথিভুক্ত ভোটার ভোট দিয়েছেন। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়। চলে রাত ১০টা পর্যন্ত। তার পরেই শুরু হয়ে গেছে গণনা। জানা গেছে,পোস্টাল ব্যালটে আগেই ১৬.‌৪ %‌ ভোট পড়ে গেছে। আজ বৃহস্পতিবার মাঝরাত থেকে ফল ঘোষণা শুরু হয়ে যাবে। ভোর ৩টা নাগাদ নির্বাচনের প্রবণতা স্পষ্ট হবে এবং সকাল ৫টা নাগাদ গোটা ফলাফলের ছবিটাই পরিষ্কার হয়ে যাবে। আগামীকাল শুক্রবার দুপুরের মধ্যে জানা যাবে,শেষ হাসিটা কে হাসলেন,টেরেসা মে,না জেরেমি কর্বিন।

এদিনের নির্বাচনে কড়া নিরাপত্তা ব্যবস্থা রীতিমতো চোখে পড়েছে। বেশ কিছু বুথের বাইরে দেখা গেছে সশস্ত্র পুলিস পাহারা,যা ব্রিটেনের ভোটে বিরল দৃশ্য। কিছু গুরুত্বপূর্ণ রাস্তার মোড়েও ছিল পাহারা। লন্ডন মেট্রোপলিটান পুলিসের পাশাপাশি এলিট সন্ত্রাস–দমন বিভাগের কমান্ডোরা ছিলেন। নির্বাচনী প্রচারের সময় পরপর দু'বার জঙ্গি নাশকতার পর সরকারপক্ষের রাজনীতিকরাও অনেকে বলেছিলেন নির্বাচন স্থগিত রাখতে। কিন্তু সিদ্ধান্তে অনড় থেকেছেন তেরেসা মে। তিনি সাফ জানিয়ে দেন,জঙ্গিপনার কাছে মাথা নোয়াবে না ব্রিটেন। যত বড় নাশকতাই হোক, ভোট বন্ধ হবে না।

ব্রিটেনে শেষ সাধারণ নির্বাচন হয়েছে ২০১৫ সালে। সেবার ৬৫০ আসনের ব্রিটিশ সংসদে ৩৩১ জন টোরি সাংসদের সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন ডেভিড ক্যামেরন। কিন্তু তারপর থেকেই ব্রিটেনের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করেছে। ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নের শরিক থাকবে,নাকি জোট ছেড়ে বেরিয়ে যাবে,সেই প্রশ্নে কার্যত দু’ভাগ হয়ে যান ব্রিটিশ রাজনীতিকরা। ইইউ ছেড়ে বেরিয়ে আসার প্রস্তাব ‘ব্রেক্সিট’ নিয়ে গণভোট হয় গত বছর জুনে এবং সংখ্যাগরিষ্ঠ ভোটার ব্রেক্সিটের পক্ষে রায় দেন। তার নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করেন ব্রেক্সিট–বিরোধী প্রধানমন্ত্রী ক্যামেরন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন