News71.com
 International
 07 Jun 17, 12:39 PM
 171           
 0
 07 Jun 17, 12:39 PM

কালো লো নেক গাউনে অ্যাওয়ার্ড মাতালেন প্রিয়াঙ্কা।।

কালো লো নেক গাউনে অ্যাওয়ার্ড মাতালেন প্রিয়াঙ্কা।।

 

বিনোদন ডেস্কঃ সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া প্রথম হলিউডি ছবি বেওয়াচ। মুভি রিলিজ হয়ে গেলেও এখনও অনেক কাজ তার হাতে। তবে তার মাঝেই বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তার উজ্জ্বল উপস্থিতি সবার নজর কেড়েছে। সম্প্রতি দ্য কাউন্সিল অফ ফ্যাশন ডিজাইনারস অফ আমেরিকা অ্যাওয়ার্ড ২০১৭-তে উপস্থিত ছিলেন তিনি। কালো লো নেক গাউনে সকলের নজর কাড়লেন প্রিয়াঙ্কা। টুইটার থেকে ইনস্টাগ্রাম সমস্ত সোশাল সাইটে গ্ল্যাম নাইটের সেইসব ছবি পোস্ট করছেন প্রিয়াঙ্কা।

গ্ল্যামনাইটে শুধুই উপস্থিতি নয়,এই অ্যাওয়ার্ডের এক বিশেষ অংশে মঞ্চেও দেখা গিয়েছে তাকে। সারাদিনই সেই অ্যাওয়ার্ডের নানা মুহূর্ত ফ্রেমবন্দি করেছেন প্রিয়াঙ্কা। পোস্ট করেন তার সোশাল সাইটে। যা কিছু সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায়। তবে শুধু ছবি নয়,মজার একটি ভিডিও পোস্ট করেন প্রিয়াঙ্কা। কাজের পাশাপাশি খুব যে মজা করেছেন তিনি,তা বোঝাই যাচ্ছে ভিডিও দেখে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন