আন্তর্জাতিক ডেস্কঃ তেলচালিত গাড়ি বায়ু দূষণ করে,অন্যদিকে বৈদ্যুতিক গাড়ি থেকে সরাসরি বায়ু দূষিত হয় না। এ কারণে সারা বিশ্বেই এখন বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়িকে প্রণোদনা দেওয়া হচ্ছে। এ ধারায় এবার যুক্ত হলো ভারতও। ২০৩০ সালের মধ্যে শুধু বৈদ্যুতিক গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ভারত। বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলোর মধ্যে একটি তারা। দেশটির শক্তি বিভাগের এক ব্লগ পোস্টের সূত্র ধরে সিএনএন জানিয়েছে, ভারত একটি উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। দেশটি বায়ু পরিষ্কার করার জন্য খনিজ তেলচালিত যান বিক্রি বন্ধ করবে।
সম্প্রতি দেশটির শক্তি মন্ত্রী পিয়ুস গয়াল বলেন,কয়েক বছরের জন্য ভর্তুকি দিয়ে তারা বৈদ্যুতিক গাড়ির উৎপাদন শুরু করতে সহায়তা করবে।এরপর বৈদ্যুতিক যানগুলো নিজের মূল্য নিজেই দিতে শুরু করবে। ২০২০ সালের মধ্যে বৈদ্যুতিক এবং হাইব্রিড গাড়ির বার্ষিক বিক্রি ৬০ থেকে ৭০ লাখে নিয়ে যেতে চান দেশটির ন্যাশনাল ইলেক্ট্রিক মোবিলিটি মিশন প্ল্যান।