আন্তর্জাতিক ডেস্কঃ ২০০৫ থেকে ২০১৫ সালের মধ্যে বিশ্বজুড়ে ডায়রিয়ায় শিশু মৃত্যুর হার একতৃতীয়াংশ কমেছে বলে নতুন এক গবেষণায় দেখা গেছে। গবেষণায় বলা হয়,বিশুদ্ধ পানির সুব্যবস্থা এবং স্যানিটেশন ব্যবস্থায় উন্নয়ন এ ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছে। এছাড়া মৃত্যুর হার কমানোর পেছনে ডায়রিয়ার টিকাও ইতিবাচক প্রভাব ফেলেছে বলেও মনে করেন গবেষকরা। যদিও এখনও বিশ্বজুড়ে শিশু মৃত্যুর চতুর্থ বৃহত্তম কারণ ডায়রিয়া। এ রোগে আক্রান্ত হয়ে সারা বিশ্বে পাঁচ বছরের কম বয়সী প্রায় পাঁচ লাখ শিশুর মৃত্যু হয়।
ডায়রিয়ার কারণে দুর্বল হয়ে পড়া শিশুদের নিউমোনিয়া ও হামে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটে। মেডিকেল জার্নাল ল্যানসেটে নতুন এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশ পায়। মার্কিন গবেষকরা জনান,ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নাইজেরিয়া ও ভারতে সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়। বিশ্বে ডায়রিয়ার কারণে মোট শিশু মৃত্যুর ৪২ শতাংশই এই দুই দেশে হয়ে থাকে।