News71.com
 International
 01 Jun 17, 11:44 AM
 203           
 0
 01 Jun 17, 11:44 AM

নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্যর ধোঁয়াশা কাটল ।। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রনালয়  

নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্যর ধোঁয়াশা কাটল ।। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রনালয়   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান নতুন করে বলার অপেক্ষা রাখে না। ভারতবাসী মাত্রই তা জানেন। কিন্তু কীভাবে মৃত্যু হয়েছিল নেতাজির?এই প্রশ্নের সঠিক উত্তর কারও জানা নেই। স্বাধীনতার পর নেতাজি অন্তর্ধান রহস্যর কিনারা করতে তিন-তিনটে কমিশন গঠন করেছে সরকার। কিন্তু রহস্যর কিনারা হয়নি। কিন্তু এবার সেই নেতাজি অন্তর্ধান রহস্যর কিনারা করে ফেলল মোদি সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, ১৯৪৫ সালের ১৮ আগস্ট বিমান দুর্ঘটনাতেই নিহত হন নেতাজি।

নেতাজির মৃত্যু নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। গত এপ্রিল মাসে তথ্য জানার অধিকার আইনে নেতাজি সম্পর্কে কিছু তথ্য জানতে চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছিলেন ওপেন প্ল্যাটফর্ম ফর নেতাজি নামে এক সংগঠনের মুখপাত্র সায়ক সেন। তাঁর প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে,শাহনওয়াজ কমিটি,বিচারপতি জি ডি খোলসা কমিশন ও বিচারপতি মুখোপাধ্যায় কমিশনের রিপোর্ট বিবেচনা করে সরকার এই সিদ্ধান্তে পৌঁছেছে, যে ১৯৪৫ সালে বিমান দুর্ঘটনাতেই নেতাজির মৃত্যু হয়েছিল। আরও জানানো হয়েছে, গুমনামি বাবা ও ভগবানজি সম্পর্কে কিছু তথ্য বিচারপতি মুখোপাধ্যায় কমিশনের রিপোর্টে ১১৪ থেকে ১২২ পাতায় রয়েছে। তবে মুখোপাধ্যায় কমিশন এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে,গুমনামি বাবা বা ভগবানজি নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেতাজি-সংক্রান্ত যাবতীয় ফাইল প্রকাশ করে দিয়েছে।

কেন্দ্রে সরকারের এই উত্তরের তীব্র বিরোধিতা করা হয়েছে নেতাজির পরিবার। নেতাজির নাতি ও বিজেপি নেতা চন্দ্র বসু বলেন,এটা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কাজ হয়েছে। উপযুক্ত কোনো প্রমাণ ছাড়া কীভাবে নেতাজির মৃত্যু নিয়ে চুড়ান্ত সিদ্ধান্তে পৌঁছল কেন্দ্রীয় সরকার?'এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন তিনি। চন্দ্র বসু জানিয়েছেন,তিনি এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলবেন।

১৯৪৫ সালে ১৮ আগস্ট জাপানের তাইহোকুতে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছিল। এই ধারণা অবশ্য নতুন নয়। দাবি করা হয়,জাপানের রেনকোজি মন্দিরে যে চিতাভস্ম সংরক্ষণ করে রাখা আছে,তা নেতাজির। কিন্তু,নেতাজির পরিবারের একাংশ ও অনেক গবেষক বিমান দুর্ঘটনার নেতাজির মৃত্যুর তত্ত্ব মানতে চান না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন