News71.com
 International
 29 May 17, 02:55 PM
 174           
 0
 29 May 17, 02:55 PM

এবার ম্যানচেস্টার বোমায় আইএস ঘায়েল হবে।।  

এবার ম্যানচেস্টার বোমায় আইএস ঘায়েল হবে।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ম্যানচেস্টার অ্যারেনা স্টেডিয়ামে মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডের অনুষ্ঠান শেষে বিস্ফোরণে ২২ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৮ বছরের একটি শিশুও ছিল। ম্যানচেস্টার ঘটনার বদলা নিতে আইএস এর ওপর বিশেষ বার্তা লেখা রকেট হামলা চালাতে চায় তারা। সালমান আইএস সমব্যথী ছিল। তাই আইএসকে নির্মূল করেই ম্যানচেস্টারে নিহতদের শ্রদ্ধা জানাতে চায় ব্রিটেন। ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু করে দিয়েছে ব্রিটিশ বিমান বাহিনী (‌র্যা ফ)‌। বিমান হানা চালিয়ে সিরিয়া ও ইরাক থেকে আইএসকে নির্মূল করতে আগেই মার্কিন যৌথ বাহিনীতে নাম লিখিয়েছিল তারা। খুব শিগগিরই সেখানে একটি বিশেষ রকেট বোমা ফেলতে চলেছে। যার ওপর ‘ম্যানচেস্টার থেকে ভালবাসা পাঠালাম’ লেখা রয়েছে।

ম্যানচেস্টার থেকে ভালোবাসা পাঠালাম’'লেখা বোমাটির ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। খবরের সত্যতা স্বীকার করেছেন র্যাতফ মুখপাত্র। তারা জানিয়েছেন, ‘বোমার ওপর লেখাটির সঙ্গে ব্রিটিশবাসীর আবেগ জড়িয়ে রয়েছে। এর আগেও বিশেষ বার্তা লেখা বোমা ফেলেছে ব্রিটেন। শুধু ব্রিটেনই নয়,বিশেষ বার্তা লেখা বোমা ফেলার সূত্রপাত সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। পার্ল হারবার হামলার পর জাপানে বিশেষ বার্তা লেখা বোমা ফেলে মার্কিন যুক্তরাষ্ট্র। ৯/‌১১ হামলার পর আল কায়দাকে ধ্বংস করতে নিউ ইয়র্ক সিটি পুলিস এবং ফায়ার সার্ভিস বাহিনীর বার্তা লেখা রকেট বোমা ব্যবহার করা হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন