News71.com
 International
 26 May 17, 10:32 PM
 186           
 0
 26 May 17, 10:32 PM

সমগ্র ভারতে নিষিদ্ধ হল গরু,মহিষ কেনা-বেচা।।  

সমগ্র ভারতে নিষিদ্ধ হল গরু,মহিষ কেনা-বেচা।।   

আন্তর্জাতিক ডেস্কঃ আজ শুক্রবার ভারতের কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয় গেজেট নোটিফিকেশন জারি করে পশু হত্যার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞার ফলে নিষিদ্ধ হচ্ছে মাংস বিক্রির জন্য গরু কেনা-বেচা। নতুন নিয়মে বলা হয়েছে কৃষিকাজের প্রয়োজন ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে গরু বিক্রি করা যাবে না। এই তালিকায় রয়েছে—গরু,ষাঁড়,গাড়ি টানা বলদ,হাল টানা বলদ,মহিষ,বকনা বাছুর এবং সেই সঙ্গে উট।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,কসাইখানায় নিয়ে যাওয়ার জন্য কোনো রকম পশু কেনা যাবে না। বিক্রি করা যাবে কৃষিকাজের জন্য। তাই ক্রেতাকে সব সময়ে প্রমাণ করতে হবে তিনি কৃষিকাজের সঙ্গে যুক্ত। একই সঙ্গে বলা হয়েছে,সীমান্ত এলাকা থেকে ৫০ কিলোমিটারের মধ্যে কোনও পশুবাজার থাকতে পারবে না আবার দুই রাজ্যের সীমানা থেকেও ২৫ কিলোমিটার দূরে হতে হবে পশুবাজার।

আগামী তিন মাসের মধ্যে এই নীতি সমগ্র দেশে চালু হয়ে যাবে। তখন একটি গরু কেনা-বেচা করতে অনেক কাগজপত্র লাগবে। কেনাকাটা নিয়ে মোট পাঁচটি প্রমাণপত্র রাখতে হবে। স্থানীয় রাজস্ব অফিস,স্থানীয় পশু চিকিৎসক, পশুবাজার কমিটি ছাড়াও ক্রেতা ও বিক্রেতার কাছে থাকতে হবে বিক্রির কাগজ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন