News71.com
 International
 25 May 17, 10:21 AM
 200           
 0
 25 May 17, 10:21 AM

'আরব ন্যাটো’ সম্মেলনে ৫৪টি দেশের সামনে চরম অপমানিত হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

'আরব ন্যাটো’ সম্মেলনে ৫৪টি দেশের সামনে চরম অপমানিত হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সৌদি আরবে ‘আরব ন্যাটো’ সম্মেলনে এসে একেবারেই কথা বলার সুযোগ পেলেন না। রিয়াদ সামিটে ৫৪টি মুসলিম দেশের সামনে অপমানিত হয়ে অবশেষে মঞ্চ ছাড়তে বাধ্য হলেন শরীফ। সমগ্র বিশ্বের সামনে এভাবে অপমানিত হয়ে নওয়াজ হতবাক হয়ে গিয়েছেন। সেখানে কেন নওয়াজ শরীফকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি ? যদিও এই সামিটে বক্তৃতা দেওয়ার জন্য তিনি একটি স্পীচও তৈরি করেছিলেন। কিন্তু তারপরও কেন সামিটে তাঁকে কেন কিছু বলতে দেওয়া হলনা সেটি একটি ভিডিওটিতে স্পষ্টভাবে দেখানো হয়েছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও শরীফকে বেশিক্ষণ কথা বলার জন্য সময় দেয়নি।

উল্লেখ্য, যদিও আরব ন্যাটো’ সম্মেলনের সাইড লাইন বৈঠকে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে উচ্ছ্বসিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সুরেই বিশ্বকে সন্ত্রাসমুক্ত করে শান্তি স্থাপনের কথা বললেন তিনি এমনটাই পাকিস্তানি প্রচার মাধ্যমে গুরুত্বের সাথে প্রচার করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন