News71.com
 International
 24 May 17, 02:35 PM
 235           
 0
 24 May 17, 02:35 PM

চীনে শানঝি প্রদেশের কয়লা খনিতে বন্যায় ৬ জনের মৃত্যু।।  

চীনে শানঝি প্রদেশের কয়লা খনিতে বন্যায় ৬ জনের মৃত্যু।।   

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের উত্তরাঞ্চলের শানঝি প্রদেশের একটি কয়লা খনিতে বন্যায় ছয় শ্রমিক মারা গেছেন। এই ঘটনায় পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। আজ বুধবার ভোরে উদ্ধারকারী সংস্থার সদর দফতর থেকে এ কথা বলা হয়েছে। আজ বুধবার ভোরে উদ্ধার অভিযান শেষ হয়েছে। উদ্ধারকৃতদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা দেয়া হচ্ছে। স্থানীয় সময় গত সোমবার বেলা ১১টা ৪০ মিনিটে বন্যায় খনির ভেতর ১১ শ্রমিক আটকা পড়েন। ডঙ্গিউ কোল মাইন নামের খনিটি কয়লা সমৃদ্ধ প্রদেশটির রাজধানী তাইয়ুয়ানের কাছে কিংঝু কাউন্টিতে। বন্যার কারণ জানতে তদন্ত চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন