News71.com
 International
 19 May 17, 10:12 AM
 194           
 0
 19 May 17, 10:12 AM

অস্ট্রেলিয়ায় হিজাব নিষিদ্ধ।। আইন ভাঙলে জেল-জরিমানা  

অস্ট্রেলিয়ায় হিজাব নিষিদ্ধ।। আইন ভাঙলে জেল-জরিমানা   

আন্তর্জাতিক ডেস্কঃ এবার অস্ট্রেলিয়ায় হিজাব নিষিদ্ধ হলো। মুখ ঢেকে প্রকাশ্যে আর কোনও নারী ঘুরতে পারবেন না, গতকাল বৃহস্পতিবার (১৮ মে) অস্ট্রেলিয়ার সংসদে এ সংক্রান্ত একটি বিল পাশ করা হয়। সংসদে পাশ করা এই নিয়ম কেউ ভাঙলে ১৫০ ইউরো জরিমানা গুণতে হবে। তবে তা এখনই নয়। সবাইকে সতর্ক করা হলো। নিয়মমটি চালু হবে আগামী অক্টোবর থেকে। সালজবুর্গ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী ফরিদ হাফেজকে উদ্ধৃত করে আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যম এভাবেই খবরটি জানিয়েছে। ওই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, এমন কিছু একটা হবে তার ইঙ্গিত সরকার গত জানুয়ারিতেই দিয়েছিলো। এবার তা চূড়ান্ত হল্। তবে এ বিষয় নিয়ে দেশটিতে অবস্থানরত মুসলিমরা ক্ষোভ প্রকাশ করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন