News71.com
 International
 08 May 17, 07:09 PM
 267           
 0
 08 May 17, 07:09 PM

চীনের হুনান প্রদেশের কয়লা খনিতে গ্যাস লিক, ১৮ শ্রমিকের প্রাণহানি।।

চীনের হুনান প্রদেশের কয়লা খনিতে গ্যাস লিক, ১৮ শ্রমিকের প্রাণহানি।।

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশের একটি কয়লা খনিতে গ্যাস লিক করে অন্তত ১৮ শ্রমিক মারা গেছেন। আজ সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সুত্র জানায়, হুয়াংফেংকিয়াও শহরের জিলিঙ্কিয়াও খনিতে গতকাল রবিবারের এই দুর্ঘটনার পর আরও ৩৭ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তারা গ্যাস পরীক্ষা করে দেখছেন। এই ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন