News71.com
 International
 07 May 17, 04:56 PM
 251           
 0
 07 May 17, 04:56 PM

ভারতে বিচ্ছিন্নতাবাদীদের অর্থ জোগাচ্ছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই।।

ভারতে বিচ্ছিন্নতাবাদীদের অর্থ জোগাচ্ছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় উপত্যকায় অস্থিরতা তৈরি করতে মদত দিচ্ছে পাকিস্তান। সরকার বিরোধী আন্দোলন টিকিয়ে রাখতে বিচ্ছিন্নতাবাদীদের টাকা ঢালছে তাদের গুপ্তচর সংস্থা আইএসআই। ভারতে আটক দুই আইএসআই চরকে জেরা করে এমন তথ্যই জানতে পেরেছেন গোয়েন্দারা। একটি জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী,কাশ্মীরে হিংসা আন্দোলন চালিয়ে যেতে প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে পাকিস্তান। বিচ্ছিন্নতাবাদীদের প্রচুর টাকা জোগাচ্ছে আইএসআই। তাই সেনাকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে সাধারণ মানুষকে উৎসাহ দিচ্ছেন তারা। হামলাকারীদের রুখতে সেনার ছররা বন্দুক ব্যবহার নিয়ে কম বিতর্ক হয়নি। অথচ রাজ্য এবং কেন্দ্রের অনুরোধ সত্ত্বেও পাথর ছোঁড়া বন্ধ হয়নি।

আইএসআইয়ের নির্দেশেই কাশ্মীরবাসীর মগজধোলাই করছেন বিচ্ছিন্নতাবাদী নেতারা। এই কাজের জন্য মোটা টাকা পাচ্ছেন বলেই এমন হচ্ছে। ‌ বিক্ষোভ চালিয়ে যেতে আইএসআইয়ের থেকে ৭০ লক্ষ টাকা নিয়েছেন হুরিয়ত নেতা শাবির শাহ। সরকারের কাছে সব প্রমাণ রয়েছে। আটক দুই আইএসআই চরও নাকি টাকা জোগানোর কথা স্বীকার করেছে। জেরায় গোয়েন্দাদের চাঞ্চল্যকর তথ্য দিয়েছে তারা। ভারতে পাকিস্তানি রাষ্ট্রদূত আবদুল বসিতের থেকেও একসময় টাকা পেয়েছে বলে দাবি করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন