News71.com
 International
 30 Apr 17, 09:26 PM
 195           
 0
 30 Apr 17, 09:26 PM

ইয়েমেনে ড্রোন হামলায় ৫ আল-কায়দা সদস্য নিহত।।

ইয়েমেনে ড্রোন হামলায় ৫ আল-কায়দা সদস্য নিহত।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনে আল-কায়দা শাখার সন্দেহভাজন ৫সদস্য নিহত হয়েছেন। আজ রবিবার রাজধানী সানার পূর্বে এক মার্কিন ড্রোন হামলায় তারা প্রাণ হারিয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তা বলেন,সকালে মধ্য মারিব প্রদেশে একটি গাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। বাইদা প্রদেশের ইয়াকলা থেকে গাড়িটি অস্ত্র পরিবহন করছিল।

তিনি বলেন,গাড়িটি ইয়েমেনে আরবীয় উপদ্বীপের আল কায়দার স্থানীয় একজন পরিচিত নেতার। এদিকে আজ রবিবারের হামলার ২৪ ঘণ্টা আগে দক্ষিণ শাবওয়া প্রদেশে একই ধরণের হামলা চালানো হয়। এতে সন্দেহভাজন ৩আল-কায়দা সদস্য নিহত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন