News71.com
 International
 21 Apr 17, 11:33 PM
 219           
 0
 21 Apr 17, 11:33 PM

ভারতে দাম্পত্য কলহের জেরে ৩ তলা থেকে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা।।

ভারতে দাম্পত্য কলহের জেরে ৩ তলা থেকে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা।।

আন্তর্জাতিক ডেস্কঃ কড়েয়া থানা এলাকায় তিনতলা উপর থেকে ঝাঁপ দিয়ে এক নারী (৩১) আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে কোয়েস্ট মলের ৪ নম্বর গেটের উল্টো দিকের বাড়ি থেকে ঝাঁপ দেন এক নারী। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

গুরুতর আহত অবস্থায় চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত নারীর নাম প্রীতি জাজু। স্থানীয় সূত্রে  জানা যায়,প্রীতি কড়েয়া থানা এলাকার ৩১/‌সি ঝাউতলা রোডের বাসিন্দা।

পুলিশ জানতে পেরেছে,দাম্পত্য কলহের জের ধরেই এই আত্মহত্যা। নিহত নারী আগে দিল্লিতে থাকতেন। গত এক বছর আগে কলকাতায় এসেছেন। কড়েয়া থানার পুলিশ আত্মহত্যার কারণ খুঁজতে তদন্ত শুরু করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন