News71.com
 International
 08 Apr 17, 01:19 PM
 255           
 0
 08 Apr 17, 01:19 PM

অনলাইনে ১৭ কোটি টাকায় কুমারিত্ব বিক্রি করলেন রোমের মডেল আলেকজান্দ্রা কেফ্রেন।।

অনলাইনে ১৭ কোটি টাকায় কুমারিত্ব বিক্রি করলেন রোমের মডেল আলেকজান্দ্রা কেফ্রেন।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ রোমের ১৮ বছর বয়সী মডেল আলেকজান্দ্রা কেফ্রেন। সম্প্রতি তিনি অনলাইনে নিজের কুমারিত্ব নিলামে তুললে তা ১৭ কোটি টাকায় কিনে নেন হংকংয়ের এক ব্যবসায়ী। এক টেলিভিশন শো’তে এসে নিজের কুমারিত্ব নিলামের কথা জানালে তা শুনে বাকরুদ্ধ হয়ে পড়েন শো পরিচালক হলি উইলাফবি এবং ফিলিপ স্কলফিল্ড। এতে দর্শকদের মধ্যে নানান বিতর্কের জন্ম হয় এমনকি কেফ্রেনের অনেক ভক্তও তার প্রতি ঘৃণা প্রকাশ করেন। তবে সেসব নিয়ে মোটেও ভাবতে রাজি নন এই মডেল। টেলিভিশন শো’তে অকপটেই বলে গেলেন নিলামের অভিজ্ঞতার কথা।

জার্মান সিন্ডারেলা এসকর্ট নামে একটি অনলাইন সংস্থার সঙ্গে তিনি যুক্ত হন। ৩০০র ও অধিক সদস্য সম্বলিত ওই অনলাইন সংস্থার মাধ্যমেই তিনি নিজের  কুমারিত্ব নিলাম করেন। চুক্তি অনুযায়ী ১৭ কোটির টাকার মধ্যে ২০ শতাংশ প্রাপ্য ওই জার্মান সংস্থার। খুব শীঘ্রই জার্মানির একটি হোটেলে ওই ব্যবসায়ীর সঙ্গে তিনি দেখা করবেন বলেও জানান। উত্তেজিত কেফ্রেন ওই টিভি শো’তে আরো জানান, ‘নিলামের পর একবার তার সঙ্গে দেখা করেছিলাম। ব্যবহার বন্ধুত্বপূর্ণ। এর আগে এমন কোনও অভিজ্ঞতা হয়নি আমার। আশা করছি ওইদিন দু’জনে খুব ভাল সময় কাটাব।

তবে মডেল থেকে এই পেশায় আসাটা মোটেই সহজ ছিল না। পরিবারের তীব্র আপত্তি ছিল এই বিষয়ে। আপত্তি তোয়াক্কা না করে এমন কাজ করলে তাকে পরিবারের সদস্য হিসাবে আর কোনোদিন গণ্য করা হবে না এই হুমকিও দেন তার বাবা। কিন্তু কেফ্রেন নাছোড়বান্দা। শরীরের উপর পূর্ণ অধিকার নিজের এবং কীভাবে তা কাজে লাগাবেন তা একমাত্র তিনিই ঠিক করবেন, সরাসরি জানিয়ে দেন পুলিশকর্মী বাবাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন