News71.com
 International
 06 Apr 17, 01:36 PM
 220           
 0
 06 Apr 17, 01:36 PM

ভারতের অরুণ জেটলি রামায়ণের হনুমান ।। সমাজবাদী পার্টির নেতা নরেশ আগরওয়াল

ভারতের অরুণ জেটলি রামায়ণের হনুমান ।। সমাজবাদী পার্টির নেতা নরেশ আগরওয়াল

 

নিউজ ডেস্কঃ ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি রামায়ণের হনুমান বলে মন্তব্য করেছেন ভারতের সমাজবাদী পার্টির নেতা নরেশ আগরওয়াল। গতকাল বুধবার সংসদের এক ভাষণে তিনি এ মন্তব্য করে অর্থমন্ত্রীকে রাজ্যসভার ক্ষমতা না কমানোরও আহ্বান জানান।

নরেশ আগরওয়াল বলেন, অরুণ জেটলি আমাদের রামায়নের হনুমান। ক্ষমতা চলে যাওয়ার পরে বুঝবেন তিনি কি হারালেন। তিনি বলেন,আপনি (অরুণ জেটলি) আজ রাজ্যসভার ক্ষমতা খর্ব করছেন,এটা করে আপনি নিজের ক্ষমতা খর্ব করলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন