News71.com
 International
 03 Apr 17, 06:27 PM
 179           
 0
 03 Apr 17, 06:27 PM

উত্তরপ্রদেশকে পাকিস্তান হওয়া থেকে বাঁচিয়েছেন আদিত্যনাথ, বললেন স্বাধ্বী প্রাচী

উত্তরপ্রদেশকে পাকিস্তান হওয়া থেকে বাঁচিয়েছেন আদিত্যনাথ, বললেন স্বাধ্বী প্রাচী

আন্তর্জাতিক ডেস্ক : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ায় যোগী আদিত্যনাথ শুধু সুখের দিনই নিয়ে আসেননি, উত্তরপ্রদেশকে আরেকটা পাকিস্তান হওয়া থেকেও বাঁচিয়েছেন বলে মন্তব্য করলেন স্বাধ্বী প্রাচী।আদিত্যনাথের প্রশংসায় পঞ্চমুখ কট্টর হিন্দুত্ববাদী বলে পরিচিত এই বিতর্কিত নেত্রী এও বলেছেন, যেভাবে রাজ্যের নতুন সরকার আগের সরকারের কাজকর্ম তদন্ত করে খতিয়ে দেখছে, তাতে শীঘ্রই সত্যিটা বেরিয়ে আসবেই। সম্ভবত এতেই সমাজবাদী পার্টির নেতাদের রাতের ঘুম উড়ে গিয়েছে। আরেক প্রশ্নের উত্তরে তিনি জানান, শীগগিরই রাজ্যে মদও নিষিদ্ধ করবে উত্তরপ্রদেশ সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন