News71.com
 International
 22 Mar 17, 09:53 AM
 187           
 0
 22 Mar 17, 09:53 AM

রাশিয়ার সামরিক খাতে কাটছাঁট , ২৫.৫ শতাংশ ব্যয় কমলো।।

রাশিয়ার সামরিক খাতে কাটছাঁট , ২৫.৫ শতাংশ ব্যয় কমলো।।

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রতিরক্ষা বাজেট ২৫.৫ শতাংশ কমানো হয়েছে। ২০১৭ সালে এই বরাদ্দ কমানো হয়েছে বলে জানা গেছে। ১৯৯০ সালের পর এই প্রথম রাশিয়ার প্রতিরক্ষা বাজেটে কাটছাঁট করা হল। রাশিয়ান ফেডেরাল ট্রেজারির থেকে প্রকাশিত রিপোর্টে এমন তথ্যই নিশ্চিত করেছে।

জানা গেছে, রাশিয়ান মুদ্রায় ৩.৮ ট্রিলিয়ন থেকে কমিয়ে বাজেট করা হয়েছে ২.৮ ট্রিলিয়ন। মার্কিন ডলারের হিসেবে যা ৪৮ বিলিয়ন। । বিশ্বে সামরিক খরচের হিসাবের দিক থেকে এতদিন চতুর্থ স্থানে ছিল রাশিয়া। এবার তারা অষ্টম স্থানে নেমে যাবে বলেই ধারণা করা হচ্ছে।

সম্প্রতি রাশিয়া সরকার ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত তিন বছরের একটি ডিফেন্স বাজেট পেশ করেছে। ২০১৪ সাল থেকেই রাশিয়ার পরিকল্পনা ছিল যে ২০২০-র মধ্যে ৭০ শতাংশ অস্ত্র বদলে নতুন অস্ত্র আনা হবে। সেই প্ল্যানের মধ্যে রয়েছে ২৩০০ নতুন ট্যাংক, ১২০০ নতুন হেলিকপ্টার ও এয়ারক্রাফট, ৫০টি নতুন যুদ্ধজাহাজ ও ২৮টি সাবমেরিন। একটি নতুন নিউক্লিয়ার প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনাও রয়েছে রাশিয়ার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন