News71.com
 International
 21 Mar 17, 11:26 PM
 168           
 0
 21 Mar 17, 11:26 PM

রক্ষণশীল চীনে ভিনদেশী চলচ্চিত্র নিষিদ্ধ।।

রক্ষণশীল চীনে ভিনদেশী চলচ্চিত্র নিষিদ্ধ।।

আন্তর্জাতিক ডেস্কঃ শিরোনামটা চোখে পড়তেই কিছুটা চমকে যেতে পারেন। ভাবছেন এত রক্ষণশীল দেশ আবার কোনটা যেখানে ভিনদেশী চলচ্চিত্র নিষিদ্ধ। দেশটি রক্ষণশীলই বটে, অন্তত ভিনদেশী সিনেমার ক্ষেত্রে তো অবশ্যই। হ্যাঁ দেশটি হচ্ছে চীন। চীনা নাগরিকরা চাইলেই ভিনদেশী কোনো চলচ্চিত্র দেখতে পারেন না। এজন্য তাদের বেশ খাট খড় পুড়াতে হয়। এমনকি ছুটির দিনেও বন্ধুদের নিয়ে কোনো বিদেশী সিনেমা দেখতে হলে যেতে পারেন না। কারণ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া দেশটিতে কোনো ভিনদেশী সিনোমার প্রদর্শনী নিষিদ্ধ ঘোষণা করা আছে।

যদিও দেশটিতে বছরে মাত্র ৩৪টি ভিনদেশী সিনেমা প্রদর্শনের অনুমতি রয়েছে। তাও সরকারি দফতরের অনুমতি নিতে হয়। আর অনুমোদন প্রাপ্ত সিনেমাগুলোতেও সেন্সরশিপের কাঁচি চলে ইচ্ছেমতো। যে কারণে চীনারা হলিউড কিংবা বলিউডের সুপারহিট সিনেমাগুলো দেখা থেকে বঞ্চিত। অস্কার পুরস্কার প্রাপ্ত সিনেমা ব্রোকব্যাক মাউন্টেইন ও লাইফ অব পাই দেখা থেকেও বঞ্চিত হয়েছেন চীনারা। তবে চীনের নিজস্ব সিনেমা শিল্প খুব দ্রুতই বিকাশ লাভ করছে। নিজেদের সিনেমা দেখায় কোনো বাধা নেই। চাইলেই চীনারা দলবেঁধে হলে গিয়ে চাইনিজ সিনেমা দেখতে পারেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন