News71.com
 International
 21 Mar 17, 10:56 PM
 157           
 0
 21 Mar 17, 10:56 PM

যুক্তরাষ্ট্রে ৬ হাজার কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান কগনিজেন্ট।।

যুক্তরাষ্ট্রে ৬ হাজার কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান কগনিজেন্ট।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ তথ্যপ্রযুক্তি খাতের কর্মীদের জন্য একটি দুঃসংবাদ দিলো যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি সেবাদাতা ও পরামর্শক প্রতিষ্ঠান কগনিজেন্ট। একবারে প্রায় ৬ হাজার কর্মী ছাঁটাই করতে পারে কোম্পানিটি। সম্প্রতি এমনই সংবাদ দেয়া হয়েছে সর্বভারতীয় নিউজের একটি ওয়েবসাইটে। ওই খবর অনুযায়ী,  চলতি অর্থবছরে কগনিজেন্টের মোট কর্মী সংখ্যার প্রায় ২ দশমিক ৩ শতাংশ ছাঁটাই করতে পারে। প্রতিবার যে কর্মী ছাঁটাই হয়ে থাকে এ বার তা দ্বিগুণ হবে বলে ওই সূত্রটি জানিয়েছে।

কেন এত বড় সিদ্ধান্ত নিতে চলেছে কগনিজেন্ট? এমন প্রশ্নের উত্তরে  সূত্রটি জানায়, ডিজিটালাইজেশনের কারণে বিরূপ প্রভাব পড়ছে আইটি সংস্থায়। তথ্যপ্রযুক্তির অনেক কাজই এখন স্বয়ংক্রিয়ভাবে সম্পাদন হয়ে যাচ্ছে ফলে কর্মীদের কাজ কমছে। তবে কগনিজেন্ট বলছে, প্রতি বছর বার্ষিক পারফরমেন্সের উপর ভিত্তি করে এক শতাংশের মতো কর্মী ছাঁটাই করা হয়। গত বছর ১-২ শতাংশ কর্মী ছাঁটাই হয়েছিল। উল্লেখ্য, ২০১৬-র ৩১ ডিসেম্বর অবধি গোটা বিশ্বে কগনিজেন্টের কর্মী সংখ্যা ছিল প্রায় ২ লক্ষ ৬০ হাজার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন