News71.com
 International
 21 Mar 17, 12:50 PM
 182           
 0
 21 Mar 17, 12:50 PM

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান করায় ৩৭ বাংলাদেশি গ্রেফতার......

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান করায় ৩৭ বাংলাদেশি গ্রেফতার......

আন্তজার্তিক ডেস্ক : মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান করায় অন্তত ৩৭ বাংলাদেশি অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। সোমবার (২০ মার্চ) স্থানীয় সময় বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সারাওয়াক প্রদেশে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

মালয়েশিয়ার অভিবাসন দফতরের মুখপাত্র মাসপাউন বোলহাসানের বরাত দিয়ে স্থানীয় বেননামা পত্রিকা জানায়, আইনশৃঙ্খলাবাহিনীর উপপ্রধান রোসলিয়াহ কাসিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৩৭ বাংলাদেশিসহ ৩৭৬ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার অন্যদের মধ্যে ১৫৮ জন ইন্দোনেশিয়া, ১২৭ জন চীন, ৪৩ জন জন ভারত, ৭ জন ফিলিপাইন, ১ জন শ্রীলঙ্কা ও ৩ জন স্থানীয় নাগরিক। এদের মধ্যে ১১৯ জন পুরুষ ২ জন নারীর কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। এ ছাড়া ইন্দোনেশিয়ার ৪১ জন, ভারতের তিনজন এবং ফিলিপাইনের দু’জন নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও দেশটিতে অবস্থান করছিল। পত্রিকাটি আরও জানায়, গত রোববার সারাওয়াক অভিবাস দফতর মালয়েশিয়ার মুকানের বালিনগিয়ান এলাকায় একটি নির্মাণাধীন এলাকায় অভিযান চালিয়ে ১৮৯ জন অবৈধ অভিবাসী শ্রমিককে গ্রেফতার করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন