News71.com
 International
 20 Mar 17, 09:21 PM
 197           
 0
 20 Mar 17, 09:21 PM

আন্তর্জাতিক অপরাধ আদালত ও আমাকে থামাতে পারবে না।। ফিলিপাইনের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক অপরাধ আদালত ও আমাকে থামাতে পারবে না।। ফিলিপাইনের প্রেসিডেন্ট

 

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনের প্রেসিডেন্ট রদিগ্রো দুতের্তে বলেছেন, মাদকবিরোধী রক্তাক্ত লড়াই থেকে আন্তর্জাতিক অপরাধ আদালতও তাকে থামাতে পারবে না এবং এ লড়াই হবে নৃশংস। দুতের্তের বিরুদ্ধে বিরোধী দলগুলো অভিশংসন প্রস্তাব আনতে পারে, এমন সম্ভাবনার প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।মাদকবিরোধী অভিযানের জেরে ফিলিপাইনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে দুতের্তের বিরুদ্ধে। বিষয়টি দেশে-বিদেশে সমালোচনাও চলছে।  এরকম প্রেক্ষাপটে মিয়ানমার সফরের আগে গতকাল রবিবার দুতের্তে বলেন, ‘আমি কোনো কিছুতেই ভীত নই এবং আমি এত সহজেই থামছি না।

তিনি বলেন আন্তর্জাতিক অপরাধ আদালত, অভিশংসন এসব কোনো কিছুই আমাকে থামাতে পারবে না।’ দুর্নীতি, অপরাধ ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযান চলবে এবং এটা সময়ের সঙ্গে সঙ্গে আরো ‘নিষ্ঠুর’ হবে বলেও তিনি মন্তব্য করেন। উল্লেখ্য, ফিলিপাইনে চলমান মাদকবিরোধী অভিযানে মৃতের সংখ্যা আট হাজার ছাড়িয়ে গেছে। দুতের্তের সমালোচনা করে বেশ কয়েকদিন আগে গ্রেফতার হয়েছেন দেশটির প্রভাবশালী সিনেটর ও সাবেক মন্ত্রী লেইলা দে লিমা। অভিযোগ প্রমাণ হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে। এদিকে দুতার্তের বিরুদ্ধে ফিলিপিনো কংগ্রেসের নিম্ন কক্ষে অভিশংসনের প্রস্তাব এনেছেন বিরোধীদলীয় কংগ্রেসম্যান গ্যারি আলেজানো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন