News71.com
 International
 20 Sep 16, 02:25 PM
 478           
 0
 20 Sep 16, 02:25 PM

জাপানের দক্ষিণাঞ্চলে টাইফুন ‘মালাকাস’র আঘাত, বন্যা-ভূমিধসের আশঙ্কা ।।

জাপানের দক্ষিণাঞ্চলে টাইফুন ‘মালাকাস’র আঘাত, বন্যা-ভূমিধসের আশঙ্কা ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের দক্ষিণাঞ্চলে ঘণ্টায় ১১৫ মাইল বেগে আঘাত হেনেছে টাইফুন ‘মালাকাস’। এতে ভারী বৃষ্টিপাতের ফলে দেশটির বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার সকালে দক্ষিণাঞ্চীয় কাগোসিমা প্রিফেকচারের কাইশু দ্বীপে টাইফুনটি আঘাত হানে।

ভূমিধসের আশঙ্কায় দেশটির কোবি শহর থেকে ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরে যেতে বলেছে জাপানিজ মেট্রোলজিক্যাল এজেন্সি (জেএমএ)। টাইফুনটি আজ মঙ্গলবার কায়ুশু, পরবর্তীতে শিকোকুসহ দক্ষিণাঞ্চলে তাণ্ডব চালিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে।

এর প্রভাবে গতকাল রাতে মিয়াজাকি প্রিফেকচারের তাকানাবে ঘণ্টায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন