News71.com
 International
 20 Sep 16, 01:44 PM
 422           
 0
 20 Sep 16, 01:44 PM

ফিদেল ক্যাস্ত্রোর সঙ্গে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির বৈঠক ।।

ফিদেল ক্যাস্ত্রোর সঙ্গে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির বৈঠক ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বৈঠক করেছেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রো ও দেশটির প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোর সঙ্গে।

তাদের সঙ্গে বৈঠক করতেই গতকাল সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেয়ার আগে তিনি কিউবায় যাত্রাবিরতি করেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরীতার কারণেই মূলত কিউবা এবং ইরান পরস্পরকে বহুদিন ধরে সাহায্য করে আসছে। কিউবায় মার্কিন বাণিজ্যিক নিষেধাজ্ঞার সরাসরি নিন্দা জানিয়েছে ইরান। এছাড়া ইরানের নিউক্লিয়ার প্রকল্পের সমর্থনও জানিয়েছে কিউবা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন