News71.com
 International
 20 Sep 16, 11:22 AM
 360           
 0
 20 Sep 16, 11:22 AM

সিরিয়ায় আলেপ্পো শহরের কাছে  ত্রাণবহরে বিমান হামলা, নিহত ১২ ।।

সিরিয়ায় আলেপ্পো শহরের কাছে  ত্রাণবহরে বিমান হামলা, নিহত ১২ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার আলেপ্পো শহরের কাছে ত্রাণবাহী ট্রাকের বহরে বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে ।

সিরিয়ায় রুশ-মার্কিন উদ্যোগে প্রতিষ্ঠিত সপ্তাহকালের যুদ্ধবিরতি শেষ বলে সিরীয় সেনাবাহিনীর পক্ষ থেকে ঘোষণা আসার কয়েক ঘণ্টার মাথায় গতকাল এই বিমান হামলার ঘটনাটি ঘটে। ত্রাণবহরে হামলার কথা স্বীকার করেছে জাতিসংঘ। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে, তা জানায়নি সংস্থাটি। তাছাড়া হামলায় প্রাণহানির বিষয়েও কোনো তথ্য জানানো হয়নি এখনো ।

জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন, কমপক্ষে ১৮ থেকে ৩১টি ত্রাণবাহী ট্রাক হামলার শিকার হয়েছে। তবে তা বিমান হামলা কি না, নিশ্চিত নয়। ত্রাণবহরে কথিত বিমান হামলাকে ‘নির্মম আচরণ’ বলে অভিহিত করেছেন জাতিসংঘের ওই মুখপাত্র ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন