News71.com
 International
 19 Sep 16, 01:40 PM
 317           
 0
 19 Sep 16, 01:40 PM

আল শাবাবের হামলায় সোমালি জেনারেল ও তার ৬ দেহরক্ষী  নিহত ।।

আল শাবাবের হামলায় সোমালি জেনারেল ও তার ৬ দেহরক্ষী  নিহত ।।

আন্তর্জাতিক ডেস্কঃ সোমালিয়ায় আল-শাবাবের আত্মঘাতী হামলায় দেশটির জেনারেল ও তার ৬ দেহরক্ষী নিহত হয়েছেন। আজ এ হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির পুলিশ ।

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে জেনারেল জিমালে গুবালের গাড়িবহরে হামলা চালায় জঙ্গিরা। ইতোমধ্যে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আল-শাবাব। তবে এর আগেও জেনারেলের উপরে হামলা চালানো হয়। কিন্তু প্রত্যেকবারই বেঁচে যান তিনি ।

দেশটির পুলিশ কর্নেল আবদি কাদির ফারাহ জানান, আত্মঘাতী গাড়িটি তাদের গাড়িবহরে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সবাই নিহত হন। সোমালিয়ায় ২৫শে সেপ্টেম্বর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ৩০শে অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচন করবেন আইনপ্রণেতারা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন