News71.com
 International
 19 Sep 16, 11:00 AM
 327           
 0
 19 Sep 16, 11:00 AM

পাকিস্তানে মসজিদে বোমা হামলা মৃতের সংখ্যা বেড়ে ৮ শিশুসহ ৩৬ ।।

পাকিস্তানে মসজিদে বোমা হামলা মৃতের সংখ্যা বেড়ে ৮ শিশুসহ ৩৬ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় উপজাতীয় এলাকার একটি মসজিদে তালেবান আত্মঘাতী বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৮ শিশু রয়েছে। আজ কর্মকর্তারা একথা জানিয়েছেন। উপজাতীয় এলাকা মোহমান্দে গত শুক্রবার একটি মসজিদ লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

এলাকাটি আফগান সীমান্তে অবস্থিত। এখানে সেনাবাহিনী ও তালেবান জঙ্গিদের মধ্যে সংঘর্ষ চলছে। উপজাতীয় জেলা মোহমান্দ প্রশাসনের উপপ্রধান কর্মকর্তা নাভিদ আকবর জানান, ‘আমরা এখন এই বিস্ফোরণে হতাহতদের সম্পূর্ণ তালিকা পেয়েছি। এই ঘটনায় ৩৬ জন নিহত ও ২৭ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ৮ শিশু রয়েছে, যাদের বয়স ১০ বছরের কম।’

গত শুক্রবার জুমার নামাজ শুরু হওয়ার সময় হামলাকারী মসজিদের প্রধান হলরুমে প্রবেশ করে শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। হামলার পর থেকে ওই এলাকায় কারফিউ জারি করা হয়েছে। তালেবানের উপদল জামাত-উল-আহরার ( জেইউএ) এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। তারা জানিয়েছে, ২০০৯ সালে স্থানীয় একটি বাহিনীর হামলায় সংগঠনটির ১৩ সদস্য নিহত ও অন্যদের গ্রেফতারের প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন