
আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েলের ছোট্ট আবু গোশ গ্রামে হামুস খাবারের রেস্তোরাঁ। সেখানে খেয়ে ৮ চীনা পর্যটকের বিল ৪,৩৯০ মার্কিন ডলার! বাংলাদেশী টাকায় যার পরিমান প্রায় ৪ লাখ টাকার সম পরিমান । খবর প্রকাশ্যে আসতেই পর্যটন সংস্থাগুলোর অভিযোগ, অতিথিদের ঠকিয়েছে রেস্তোরাঁ। ইজরায়েলে নাকি এ সব আকছার চলে। চাপে পড়ে ৮ চীনা পর্যটককে খোঁজার নির্দেশ দিয়েছে ইজরায়েলের বিদেশ মন্ত্রক। তাঁদের থেকেই জানবে আসল ঘটনা। প্রতি বছর ৪৭ হাজার চীনা পর্যটক ইজরায়েলে ঘুরতে আসেন। প্রতারণার অভিযোগ সত্যি প্রমাণিত হলে ক্ষতির মুখে পড়বে ইজরায়েলের পর্যটন দপ্তর।
তবে ‘আবু গোশ’ রেস্তোরাঁর মালিক জাওদাত ইব্রাহিম এই অভিযোগ মানতে চায়নি। জানিয়েছেন, সেই রাতে ৮ চীনা পর্যটক বেশ কয়েকটি দামি ভোদকার বোতলের সঙ্গে একটা আস্ত ভেড়ার রোস্ট সাবাড় করেছেন। শুধু তাই নয়, অতিথিরা একটু একা থাকতে চেয়েছিলেন।
তাঁদের আবদার মেনেই শুক্রবার রাতে ভিড় রেস্তোরাঁর একাংশ খালি করে দেওয়া হয়। সেই ক্ষতিও অতিথিদের থেকেই নিয়েছেন মালিক। তাঁরা নাকি খুশি মনেই বিল মিটিয়েছিলেন। উল্টে বকশিসও দিয়ে গেছিলেন। খুশি না হলে কেউ দেয়!