News71.com
 International
 15 Sep 16, 02:16 PM
 354           
 0
 15 Sep 16, 02:16 PM

ভিয়েতনামে ভূমিধসে ৩ জনের মৃত্যু, নিখোঁজ ৪  

ভিয়েতনামে ভূমিধসে ৩ জনের মৃত্যু, নিখোঁজ ৪         

 

আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামের মধ্যাঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে ৩ জনের মৃত্যু হয়েছে। আর এই একই ঘটনায় ৪ জন নিখোঁজ রয়েছেন।

এই ঘটনায় যারা বেঁচে গেছেন তারা বলেছেন, গতকাল বুধবার ভোরে মধ্যাঞ্চলীয় থানহ্ হোয়া ও গে এন প্রদেশ দুটির নিকটস্থ একটি বনভূমিতে ১০ জনের একটি দল বাঁশ আনতে যায়। সেখানে তারা একটি তাঁবুতে ঘুমিয়ে থাকার সময় ভূমিধস হয়।

তাদের মধ্যে ৩ জন সেখান থেকে বেরিয়ে আসতে পারলেও অপর ৭ জন আটকা পড়েন। পরে আটকা পড়া ৩ জনের মরদেহ উদ্ধার করা হলেও এখনও চারজন নিখোঁজ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন