
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামিক স্টেট আইএসের প্রধান সামরিক কৌশলবিদ আবু মুহাম্মদ আল আদনানি যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন)।
আর এর আগে রাশিয়া বলেছে, আইএসের সামরিক প্রধান ও শীর্ষ নেতা আদনানি তাদের হামলায় নিহত হয়েছেন। অবশ্য রাশিয়ার এই দাবির আগে আদনানিকে লক্ষ্য করে হামলা চালানোর কথা বলেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু তখন তার নিহত হওয়ার এই বিষয়টি নিশ্চিত করেনি।
আইএসের শীর্ষ নেতাদের মধ্যে অন্যতম ছিলেন আদনানি, তার মাথার জন্য ৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
পেন্টাগনের তথ্য সচিব পিটার কুক বলেছেন, সিরিয়ার আল বাবের নিকটে চালানো ওই হামলা আইএস এর শীর্ষ প্রচারক, সদস্য সংগ্রাহক ও বিদেশে চালানো সন্ত্রাসী অভিযানের প্রধানকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে দিয়েছে।
তিনি আরও বলেছেন, গত ৩০ অগাস্টের ওই বিমান হামলায় একটি ড্রোন ব্যবহার করা হয়েছিল, ড্রোনটি আদনানিকে বহনকারী গাড়িতে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। কিন্তু আদনানির মৃত্যু নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র দু'সপ্তাহ সময় কেন নিল তা পরিষ্কার করেনি পেন্টাগন।
আগে রাশিয়া বলেছিল, আলেপ্পোর উত্তরে উম্ম হাবাশ গ্রামে তাদের এসইউ-৩৪ বোমারুর বোমাবর্ষণে যে ৪০ জন জঙ্গি নিহত হয়েছে আদনানি তাদের একজন। কিন্তু রাশিয়ার এই দাবিকে ‘কৌতুক’ অভিহিত করে খারিজ করে দেয় পেন্টাগনের কর্মকর্তারা।