News71.com
 International
 13 Sep 16, 10:28 PM
 422           
 0
 13 Sep 16, 10:28 PM

উত্তর কোরিয়ায় বন্যায় ১৩৩ জনের প্রাণহানি

উত্তর কোরিয়ায় বন্যায় ১৩৩ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ায় ভয়াবহ বন্যায় ১৩৩ জনের প্রাণহানি হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৩৯৫ জন। এছাড়া ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে ১ লক্ষ ৭ হাজার মানুষ। গত ২৯ আগস্ট বন্যা শুরু হয় উওর কোরিয়ায়। টাইফুনের প্রভাবে এর তীব্রতা আরো বাড়তে থাকে। বন্যায় উওর কোরিয়ার উত্তরাঞ্চল বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।

জানা গেছে, এই বন্যায় ৩৫ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এরমধ্যে ৬৯ভাগ ঘরবাড়ি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। প্রায় ৮ হাজার ৭০০ বিদ্যালয় ও জনপ্রশাসন ভবন বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে। বন্যায় বিশাল পরিমাণ কৃষিজমি নষ্ট হয়েছে। ১ লক্ষ ৪০ হাজার মানুষের তাৎক্ষণিক সহযোগিতার প্রয়োজন।

বন্যায় বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে চীন সীমান্তে অবস্থিত দুর্গম এলাকা মৌসান এবং ইয়নসা কাউন্টি। বিগত ৭০ বছরের মধ্যে সবচেয়ে মারাত্মকভাবে প্রাকৃতিক দুযোগে আক্রান্ত হয়েছে উওর কোরিয়ায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন