
আন্তর্জাতিক ডেস্ক: এই পৃথিবীর বুকে এমন কিছু দেশ রয়েছে যেসব দেশের দিকে তাকালে বুঝতে পারবেন, বিদেশের সব কিছুই কিন্তু মধুর হয় না। আর তেমনই একটি দেশ উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার শাসক স্বৈরাচারী কিম জং উন। তার প্রত্যাশা বলতে আর কী বা থাকতে পারে। উওর কোরিয়াতে যা কিছু নিয়ে মেতে থাকে মানুষ, তার সব কিছুর উপরই রয়েছে কোন না কোন একটা নিষেধাজ্ঞা। কিম জং উনের কারণে সে দেশে টিভি দেখা নিষেধ, গান শোনা নিষেধ। আর ইন্টারনেট ব্যবহারের তো প্রশ্নই ওঠে না। পরে যদি বহির্বিশ্বের খোলামেলা হাওয়া এসে বিদ্রোহী করে তোলে হয় তার জনতাকে। এখানেই শেষ নয়। শাসকের আদেশে উত্তর কোরিয়ায় বন্ধ হয়েছে মানুষের ধর্মাচরণের স্বাধীনতাও।
এছাড়া কিম জং উনকেই মানতে হবে দেবতার সমান- আর এই ব্যাপারটা অনেকটা এ রকম হয়ে গিয়েছে। সে সব পেরিয়ে এসে আরও একটি খামখেয়ালী নজিরের সম্মুখীন হল উত্তর কোরিয়া। এবার বন্ধ হয়ে গেল নীল রঙের জিন্স প্যান্ট পরা! তবে এই নতুন নিষেধাজ্ঞায় কিছুটা হলেও উদার মনোভাবের পরিচয় দিয়েছেন কিম জং উন। জিন্স পরা একেবারে বন্ধ তিনি করে দেননি। সেখানে আপাতত মিলছে দুই ধরনের জিন্স: 'স্লিম ফিট কারা' এবং 'লুজ ফিট ওকে'। কিন্তু সেটা কেবল শুধুই কালো রঙের!
জানা গেছে, কিম মনে করেন, নীল রঙা জিন্স না কি আমেরিকার সাম্রাজ্যবাদের প্রতীক! সেজন্যই শত্রু দেশের পক্ষে যা গর্বের, নিজের দেশে তা নিষিদ্ধ করে দিয়েছেন তিনি! নীল জিন্স পরা নিষিদ্ধ উত্তর কোরিয়ায়! এটা দেখা যাচ্ছে, জিন্সের ক্ষেত্রে অন্তত এবার বলতেই পারে উত্তর কোরিয়া, নীল রং ছিল ভীষণ প্রিয়!