News71.com
 International
 11 Sep 16, 10:59 AM
 417           
 0
 11 Sep 16, 10:59 AM

মোবাইল ফোন বিস্ফোরণে পুড়ল জিপ!

মোবাইল ফোন বিস্ফোরণে পুড়ল জিপ!

 

নিউজ ডেস্ক: বিস্ফোরক ব্যাটারির কারণে গ্যালাক্সি নোট ৭ সিরিজের সব ফোন বাজার থেকে তুলে নিচ্ছে স্যামসাং। এই বিষয়টি জানা ছিল না নাথান ডোরনাচারের। সেই অজ্ঞতার মাশুলও দিতে হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাবাসী এই ব্যক্তিকে।

তার ব্যবহিত গ্যালাক্সি নোট ৭ সিরিজের একটি স্মার্ট ফোনের ব্যাটরি বিস্ফোরিত হয়ে যায়। পরে সেই আগুনে পুড়ে গেছে একটি জিপ গাড়ি। ঘটনাটি এমন এক সময় ঘটলো যার কিছু দিন আগে গ্যালাক্সি নোট ৭ সিরিজের সব ফোন বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে স্যামসাং।

কিন্তু রাশিয়ার সেইন্ট পিটারবার্গের বাসিন্দা নাথান ডোরনাচারের এসব কিছুই জানা ছিল না। মনের আনন্দেই স্যামসাং গ্যালাক্সি নোট ৭ স্মার্ট ফোনটি ব্যবহার করছিলেন তিনি। গত সোমবার নিজের জিপ গাড়িটিতে ফোন চার্জে লাগিয়ে বাড়ির ভিতর গিয়েছিলেন তিনি। হঠাৎ তার পোষা কুকুরের চিৎকারে তার মনে খারাপ কিছু ঘটার আঁচ পান। পরে তিনি বাইরে বেরিয়ে দেখেন তার সাধের গাড়িটি আগুনে পুড়ছে!

পরেআগুন নেভাতে তৎক্ষণাৎ বাড়ির ভিতরে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করেন তিনি ও তার পরিবারের সদস্যরা। কিন্তু তাতে কোন কাজ হয়নি। আগুন নেভাতে পরে দমকল বাহিনীকে হাজির হতে হয়েছে সেখানে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন