News71.com
 International
 10 Sep 16, 10:36 PM
 436           
 0
 10 Sep 16, 10:36 PM

মার্কিন নিষেধাজ্ঞায় কিউবার ক্ষতি ৪৭০ কোটি ডলার!

মার্কিন নিষেধাজ্ঞায় কিউবার ক্ষতি ৪৭০ কোটি ডলার!

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সাথে কিউবার সম্পর্কে বরফ গলার পরও ২০১৫ সালের এপ্রিল থেকে ২০১৬ সালের মার্চ পর্যন্ত মার্কিন বাণিজ্যিক নিষেধাজ্ঞায় হাভানার প্রায় ৪শ” ৭০ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে। কিউবা গতকাল শুক্রবার (০৯ সেপ্টেম্বর) এ কথা জানায়।


ওয়াশিংটন ও হাভানা ২০১৪ সালের ডিসেম্বর মাসে অর্ধ শতাব্দীরও বেশী সময়ের বৈরি সম্পর্কের অবসানের ঘোষণা দেয়। এরই প্রেক্ষাপটে ২০১৫ সালের জুলাই মাসে দু”দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু হয়। প্রেসিডেন্ট বারাক ওবামা কিউবার ওপর থেকে সুনির্দিষ্ট কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেও ১৯৬২ সালের পর কমিউনিষ্ট এ দ্বীপ রাষ্ট্রের বিরুদ্ধে আরোপ করা সম্পূর্ণ নিষেধাজ্ঞা সরিয়ে নেয়ার ব্যাপারে তার বিরোধী রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসকে তিনি রাজি করাতে ব্যর্থ হন।


কিউবার হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৫৪ বছরের বাণিজ্যিক অবরোধের কারণে বর্তমান মূল্যে সার্বিকভাবে তাদের ১২৫.৮ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রী ব্রুনো রদ্রিগুয়েজ বলেন, “আমাদের অর্থনৈতিক মূল সমস্যা এ নিষেধাজ্ঞা। আমাদের উন্নয়নের ক্ষেত্রে এটি একটি বড় বাধা।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন