
আন্তর্জাতিক ডেস্ক: একটানা বাইক চালিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় সেনাবাহিনীর ক্যাপটেন মনপ্রিত সিং। ডেয়ারডেভিলস বাইক টিমের অধিনায়ক তিনি। তিনি টানা ৭৫.২ কিলোমিটার বাইক চালালেন ২ ঘণ্টা ২৪ মিনিট ১২ সেকেন্ডে।
আর এর আগে এই রেকর্ড গড়েছিলেন ইন্দোরের রত্নেশ পাণ্ডে। গত বছর তিনি একটানা ৩২.৩ কিলোমিটার বাইক চালিয়ে রেকর্ড গড়েন। কিন্তু এবার মনপ্রিত সিং আগের রেকর্ডের দ্বিগুণের বেশি পথ অতিক্রম করেছেন।
জানা গেছে, ক্যাপটেন মনপ্রিত সিংয়ের এই পারফরম্যান্স দেখতে হাজির ছিলেন ভারতের সেনা ও নগর বিভাগের প্রধান। তিনি ছিলেন মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি, মধ্য ভারত এলাকার জেনারেল অফিসার কম্যান্ডিং ধরমবীর সিং রাণা। তবে এবার এক নতুন বিভাগ চালু করা হয়েছে। মোটরসাইকেলে হ্যান্ডেল বার রাইডিং। এই ইভেন্টে প্রথম হলেন হাভিলদার সন্দীপ কুমার। ১ ঘণ্টা ২৭ মিনিট ৩১ সেকেন্ডে ৪৯.৯ কিলোমিটার রাস্তা অতিক্রম করেছেন তিনি।