News71.com
 International
 09 Sep 16, 11:19 PM
 445           
 0
 09 Sep 16, 11:19 PM

রাশিয়ায় মদের লোভে ধর্ষকের কাছে শিশুকন্যাকে বিক্রি করল মা।।

রাশিয়ায় মদের লোভে ধর্ষকের কাছে শিশুকন্যাকে বিক্রি করল মা।।

আন্তর্জাতিক ডেস্কঃ মাত্র ১০৪ টাকা ও এক বতল মদের লোভে ধর্ষকের কাছে নিজের ১০ বছরের মেয়ে শিশুকে বিক্রি করে দিল রাশিয়ার খাবারস্ক অঞ্চলের এক মহিলা। তাও আবার এক প্রেমিক ধর্ষকের কাছে।

সূত্রে জানা গেছে, ১০০ রুবল ( ভারতীয় মুদ্রায় ১০৪ টাকা ) এবং ভদকার লোভে এই কাণ্ড ঘটায় সে। ২৩ বছরের ধর্ষক শিশুটিকে পেয়ে নৃশংসভাবে ধর্ষণ করে। শুধু তাই নয়! শিশুটিকে যখন ধর্ষণ করা হচ্ছিল, তখন শিশুটির মা সামনে থেকে পুরো বিষয়টি দেখেছে।

ঘটনার পর এক পথচারী রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হলে ধর্ষণের প্রমাণও পাওয়া যায়। বর্তমানে খুবই আতঙ্কের মধ্যে রয়েছে শিশুটি।

এই ঘটনার পরে সেই মহিলা শিশুটিকে হাসপাতালে দেখতে আসলে আতঙ্কগ্রস্ত ছোট মেয়েটি মা’র সঙ্গে দেখা করতে অস্বীকার করে।

এদিকে ধর্ষককে পুলিশ গ্রেফতার করলে সে জানায়, শিশুটির মা'কে রীতিমতো টাকা দিয়েছে সে। আর সেই জন্য শিশুটির সঙ্গে যা ইচ্ছে করার অধিকার রাখে সে।

অন্যদিকে গ্রেফতারের ঘটনা জানতে পেরে পুলিশের হাত থেকে বাঁচতে নিজের গ্রামে পালিয়েছে সে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন