News71.com
 International
 09 Sep 16, 07:03 PM
 437           
 0
 09 Sep 16, 07:03 PM

তুরস্কে ১১ হাজার শিক্ষক বরখাস্ত ।।

তুরস্কে ১১ হাজার শিক্ষক বরখাস্ত ।।

আন্তর্জাতিক ডেস্কঃ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ১১ হাজার শিক্ষককে বহিষ্কার করেছে তুরস্কের সরকার। গতকাল বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিচ্ছিন্নতাবাদী-সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে ১১ হাজার ২শ’ ৮৫ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

তবে, এই শিক্ষকরা তাদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শেষ হওয়া পর্যন্ত দুই-তৃতীয়াংশ বেতন পাবেন বলেও জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন