News71.com
 International
 09 Sep 16, 01:49 PM
 359           
 0
 09 Sep 16, 01:49 PM

ফের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় বড় অগ্নিকাণ্ড ।।

ফের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় বড় অগ্নিকাণ্ড ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ফের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরে ঘটে গেল বড় অগ্নিকাণ্ড। আগুন লেগে গেল এলগিন রোডের একটি কাপড়ের দোকানে। গতকাল রাতে হঠাৎ ওই দোকান থেকে আগুনের কালো ধোঁয়া বেরোতে দেখা যায়।

আগুন দেখেই দমকলে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকলের ১২টি ইঞ্জিন। এরপর আগুনের সঙ্গে টানা ৪ ঘণ্টার লড়াই হয় দমকল কর্মীদের। শেষপর্যন্ত ওই ১২ দমকলের জলেই আগুন নিয়ন্ত্রনে আসে।

তবে ঠিক কি থেকে এই আগুন লাগলো তা এখনও জানা যায়নি। জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমান ঠিক কতটা। তবে ওই সময় স্বাভাবিক ভাবেই দোকান বন্ধ থাকায় কেউ ছিলেন না ভিতরে। ফলে কোন আহত বা হতাহতের ঘটনা ঘটেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন