
আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক মঞ্চে চীন এবং পাকিস্তানকে কোণঠাসা করার কোনও সুযোগই হাতছাড়া করতে চাননা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হঠাৎ করেই তিনি এই দুই প্রতিবেশী রাষ্ট্রের লাগাতার ভারতবিরোধী মনোভাব তথা প্রচ্ছন্নভাবে বিরুদ্ধ কার্যকলাপের পালটা জবাব দিতে সুর চড়া করেছেন ভারতনেতা। সদ্য জি ২০ সম্মেলনে চীনে দাঁড়িয়েই চীন ও পাকিস্তানের মধ্যে নির্মীয়মাণ ইকনমিক হাইওয়ে নিয়ে ভারতের অসন্তোষ ব্যক্ত করে এসেছেন মোদি চীনা প্রেসিডেন্ট জি জিংপিং এর সঙ্গে বৈঠকে।
পাশাপাশি তার আগেই এই আন্তর্জাতিক সম্মেলনে সোজাসুজি পাকিস্তানকে টার্গেট করে বলেছেন একটিমাত্র দেশ সন্ত্রাসবাদ রপ্তানি করে চলেছে উপমহাদেশীয় অঞ্চলে। এই অবস্থায় এই দেশটিকে অর্থাৎ পাকিস্তানকে একঘরে করে আর্থিক নিষেধাজ্ঞা জারি করতে হবে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। আর আজ আসিয়ানের মঞ্চ থেকেই ওবামার উপস্থিতিতে চীনকে পালটা চ্যালেঞ্জ ছুঁড়েছেন নরেন্দ্র মোদি।
মোদির ধারাবাহিক চীন ও পাক বিরোধী আক্রমণাত্মক সুর আজ বজায় রইল ভিয়েনতিয়েনে আয়োজিত আসিয়ান (অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশন) সম্মেলনেও। প্রতিধ্বনি হল প্রধানমন্ত্রীর কড়া বক্তব্যের। ভিয়েনতিয়েনে আয়োজিত এই সম্মেলনে আজ চীন ও পাকিস্তানকে প্রায় একযোগে মোদি কড়া বার্তা শুনিয়েছেন আবার। ভারতীয় প্রধানমন্ত্রী একদিকে চীনের পক্ষে অত্যন্ত অস্বস্তিকর বার্তা দিয়ে প্রস্তাব দিয়েছেন ভারত থেকে মায়ানমার হয়ে থাইল্যান্ড পর্যন্ত প্রস্তাবিত আন্তর্জাতিক হাইওয়েকে কম্বোডিয়া লাওস ভিয়েতনাম পর্যন্ত সম্প্রসারিত করা হোক। আর এই লক্ষ্যে একটি টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব এনেছেন মোদি।
জানা যাচ্ছে, মোদির এই আকস্মিক প্রস্তাবে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলি যথেষ্ট উৎফুল্ল। কারণ এই দেশগুলির মধ্যে কয়েকটি দেশের সঙ্গে চীনের দক্ষিণ চীন সাগর সহ নানাবিধ ইস্যুতে দীর্ঘকালীন বিরোধ আছে। আর এভাবে চীনের নাকের ডগায় ভারত থেকে ভিয়েতনাম পর্যন্ত আন্তর্জাতিক করিডর গড়ার প্রস্তাব দিয়ে মোদি বেজিংকে যথেষ্ট আশংকায় ফেলেছেন। একইসঙ্গে তিনি আজ ওই সম্মেলনেই পাকিস্তানের নাম না করে বলেছেন প্রতিবেশি রাষ্ট্রে সন্ত্রাসের জন্ম দেওয়া হয় এবং তা পাচার করা হয় অন্যত্র। এই প্রবণতা বিশ্বশান্তির ক্ষেত্রে বিপজ্জনক।
আসিয়ান রাষ্ট্রগুলিকে এই বিষয়টি গুরুত্ব দিয়ে বিচার করতে হবে এবং একজোট হয়ে ঠেকাতে হবে। মোদি বলেছেন, আমাদের এই দেশগুলিকে এখন আরও বেশি করে সাইবার ক্রাইম, সন্ত্রাসবাদ এবং উগ্রপন্থার বিরুদ্ধে লড়াইয়ে পরস্পরের সঙ্গে সমন্বয় বাড়াতে হবে। একটি সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত করার প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন তিনি। প্রসঙ্গত পাকিস্তানের প্রধান মদতদাতা যে চীন এবং চীনের সঙ্গে বেশ কিছু আসিয়ান রাষ্ট্রেই বিবাদ বিদ্যমান তাও সর্বজনবিদিত। আজ তাই এই মঞ্চকে মোদি ব্যবহার করেছেন সুচারুভাবে।
তিনি একদিকে যেমন পাকিস্তান নিয়ে এই রাষ্ট্রগুলিকে শক্ত মনোভাব নিতে আরজি জানিয়েছেন, আবার তেমনই সমুদ্রের অধিকার সংক্রান্ত সংঘাতে এই দেশগুলির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। সোজাসুজি বলেছেন, সমুদ্রপথ হল বিশ্ববাণিজ্যের জীবনরেখা। তাই রাষ্ট্রসংঘের যে আইন আছে সেই আইন মোতাবেক সমুদ্র সম্পদের উপর সকলের সমান অধিকার তথা ব্যবহারের দাবিকেই সমর্থন করে ভারত। এই মন্তব্যও চীনের পক্ষে অত্যন্ত অস্বস্তিকর। কারণ নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালত দক্ষিণ চীন সাগরের বিষয়ে যে বায় চীনের বিরুদ্ধে দিয়েছে তা চীন এখনও মানতে নারাজ। এই প্রেক্ষিতে ভারত কার্যত স্পষ্টই চীনের বিরোধী গোষ্ঠীভুক্ত দেশগুলির পাশেই দাঁড়ানোর বার্তা দিল। একইসঙ্গে আজ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে মোদির বৈঠক হয়েছে।
ভারত ও আমেরিকার মধ্যে কৌশলগত সম্পর্ক বাড়ানোর প্রবণতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মোদি ওবামাকে ধন্যবাদ জানিয়েছেন। জানা যাচ্ছে ওবামা আজ মোদিকে জিএসটি বিল পাশ হয়ে যাওয়া এবং জিএসটি চালু হওয়ার সুফল ব্যাখ্যা করে আগাম অভিনন্দন জানিয়েছেন ভারতের নয়া কর কাঠামোর যুগ শুরুর সিদ্ধান্তকে। তাঁর দু’বছরের শাসনকালে নরেন্দ্র মোদি এই নিয়ে আট বার বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে।