News71.com
 International
 08 Sep 16, 11:54 AM
 384           
 0
 08 Sep 16, 11:54 AM

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ১৩ আল-কায়দা নিহত

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ১৩ আল-কায়দা নিহত

 

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন সেনাবাহিনী বলেছেন, ইয়েমেনে সৌদি জোটের জঙ্গিবাদবিরোধী অভিযানে আল-কায়দার ১৩ জন সদস্য নিহত হয়েছে। ইয়েমেনের শাবাহ প্রদেশে গত ২৪ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে তিন দফা বিমান হামলায় আল-কায়দা ইন দ্যা অ্যারাবিয়ান পেনিনসুলার ১৩ জন সদস্য নিহত হয়েছে।

কিন্তু, ওই হামলার ব্যপারে বিস্তারিত কিছু জানানো হয়নি এবং নিহত একিউএপি সদস্যদের নামও প্রকাশ করেনি। জাতিসংঘ বলেছে, বিগত ২০১৫ সাল থেকে এই পর্যন্ত ইয়েমেনে যুদ্ধে ৬ হাজার ছয়শ‍' লোক মারা গেছেন এবং ঘরবাড়ি হারিয়েছেন ৩০ লক্ষ মানুষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন