News71.com
 International
 08 Sep 16, 11:50 AM
 451           
 0
 08 Sep 16, 11:50 AM

তবে কী বেঁচে আছেন মাইকেল জ্যাকসন!

তবে কী বেঁচে আছেন মাইকেল জ্যাকসন!

 

নিউজ ডেস্ক: পপ সম্রাট মাইকেল জ্যাকসন বিগত ২০০৯ সালের ২৫ জুন ভক্তদের কাঁদিয়ে পরলোক গমন করেন তিনি। বিশ্বের সকল মানুষ এই সত্যটাই জেনে আসছেন। তার এমন হাজারো ভক্ত আছেন, যারা এখনো পর্যন্ত মনে করছেন মাইকেল জ্যাকসন বেঁচে আছেন । মাইকেল জ্যাকসন বেঁচে আছেন এই গুঞ্জন প্রায়ই শোনা যায়। এ গুঞ্জনের পালে নতুন করে হাওয়া দিয়েছে সম্প্রতিক সময়ের এই পপ তারকার মেয়ে প্যারিস জ্যাকসনের একটি সেলফি।

সম্প্রতিক ইন্সটাগ্রামে একটি সেলফি পোস্ট করেন প্যারিস। গাড়িতে বসে তোলা সেই ছবির পেছনে দেখা যায় একটি মানুষের অবয়ব। মাথায় হ্যাট পরা সেই অবয়ব দেখে ভক্তদের ধারণা এটি আর কেউ নন এটিই মাইকেল জ্যাকসন। পরে এই তারকা বেঁচে আছেন এটা নিয়ে ছবির নিচে অসংখ্য মানুষ মন্তব্য করতে থাকেন। এর পাশাপাশি ছবিটি নিয়ে শুরু হয় নানা যুক্তিতর্ক উপস্থাপন। কিন্তু ধারণা করা হচ্ছে- এটি মাইকেল নন বরং পোশাকের স্তুপকে মাইকেল বলে ভুল করছেন তার ভক্তরা।

জানা গেছে, এর আগে গত মে মাসে একটি ভিডিও প্রকাশিত হয়েছিল। ‘মাইকেল জ্যাকসন অ্যাপেয়ার্স আফটার সেভেন ইয়ার্স (২০১৬) উইথ প্রুফ’ শিরোনামের একটি ভিডিওতে বলা হয় কানাডা অথবা আফ্রিকার কোনো এক স্থানে লুকিয়ে আছেন মাইকেল। কেউ কেউ এমটি মনে করনে, মৃত্যুর পরে মাইকেল এখনো তার বড়িতে ভূত হয়ে ঘুরে। মাঝে মাঝেই রাতে নাকি জ্যাকসনের ঘর থেকে অদ্ভূত আওয়াজ আসে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন