News71.com
 International
 06 Sep 16, 12:15 PM
 368           
 0
 06 Sep 16, 12:15 PM

'মার্কিন প্রেসিডন্ট ওবামা পতিতার সন্তান' ।। এমনই গালি দিলেন ফিলিপাইন প্রেসিডন্ট

'মার্কিন প্রেসিডন্ট ওবামা পতিতার সন্তান' ।। এমনই গালি দিলেন ফিলিপাইন প্রেসিডন্ট

 

আন্তর্জাতিক ডেস্ক: 'মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা পতিতার সন্তান' সংবাদ সম্মলনে এমন মন্তব্য করলেন ফিলিপাইনের রাষ্ট্রপতি রড্রিগো দুতার্তে। গতকাল সোমবার মানবাধিকার-সংক্রান্ত প্রশ্নের উত্তরে এই বিস্ফোরক মন্তব্যটি করেছেন তিনি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের বড়ভাইসুলভ আচরণ তার দেশ মেনে নেবে না।

গত দুই মাসে মাদকবিরোধী যুদ্ধে ২,৪০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন ফিলিপাইনে। আর এটা নিয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রশ্ন তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। লাওস আজ সম্মেলনে মুখোমুখি হওয়ার কথা ছিল আমেরিকা এবং ফিলিপাইনের রাষ্ট্রপ্রধানেরা। লাওস যাওয়ার আগে সংবাদ সম্মেলনে রড্রিগো বারাক ওবামার উদ্দেশ্যে বলেছেন, 'আপনি অবশ্যই সম্মানীয় ব্যক্তি। তাই বলে কখনই অবান্তর প্রশ্ন বা মন্তব্য করতে পারেন না।'

ওবামাকে উদ্দেশ্য করে বলেছেন, 'পতিতার সন্তান, আমি তোমায় লাওস সম্মেলন থেকেও অভিশাপ দেবো। আর তোমার শ্রদ্ধাশীল হওয়া উচিত। শুধু প্রশ্ন আর মন্তব্য ছুড়ে দিলেই হয় না। বৈঠকে আমি তোমায় গালিগালাজ করব গণিকার সন্তান।'

তিনি ঘোষণা করেছেন, 'কিভাবে আমরা মাদকমুক্ত হব, তা আমরাই ঠিক করব। আমার আশা, তা কড়া হাতেই দমন করা হবে। এছাড়াও আরো মানুষ মরবে। যতক্ষণ দেশে একটিও মাদক পাচারকারী বেঁচে থাকবে, একজন মাদক প্রস্তুতকারক টিকে থাকবে, আমি থামব না।'

উল্লেখ এই ঘটনার জেরে রড্রিগোর সঙ্গে বৈঠক ওবামার বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন