News71.com
 International
 01 Sep 16, 11:11 AM
 553           
 0
 01 Sep 16, 11:11 AM

রাতভর গণধর্ষণের পর কিশোরীকে খুনঃ গ্রেফতার ২।।

রাতভর গণধর্ষণের পর কিশোরীকে খুনঃ গ্রেফতার ২।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ফ্লাইওভারের উপরই সারারাত গণধর্ষণ করা হল ১২ বছরের এক কিশোরীকে। ধর্ষণের পর খুন করে ওই কিশোরীর দেহ খালে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ব্যস্ততম পার্ক সার্কাসে। এ ঘটনা জড়িত দুই দুর্বৃত্তকে আটক করা হয়েছে।

৯ নম্বর ব্রেবোর্ন রোডের ফুটপাতে মায়ের সঙ্গে থাকত কিশোরী বৈশাখী দাস। সেখানেই মিষ্টির দোকানে বাসন ধোয়ার কাজ করতেন তার মা। গত মঙ্গলবার গভীর রাতে একটি ট্যাক্সি এসে দাঁড়ায় সেই ফুটপাতের সামনে। গাড়ি থেকে নেমে আসে শঙ্কর সাউ ও গুড্ডু সিং নামে দুই চালক। অভিযোগ, কিশোরীকে জোর করে তুলে নিয়ে যায় তারা। তারপর পার্ক সার্কাস ফ্লাইওভারের উপর রাতভর ধর্ষণ করা হয় তাকে। ধর্ষণের পর কিশোরীকে গলা টিপে হত্যা করে দুই চালক। তারপর তার দেহ পার্শ্ববর্তী খালে ফেলে পালিয়ে যায় দু’জন।

গত বুধবার ভোর ৫টা নাগাদ পুলিশের কানে খবর পৌঁছয়। ফুটপাতের সিসিটিভি ফুটেজ থেকে ট্যাক্সির নম্বর পায় পুলিশ। সেই নম্বর ধরেই দুই চালককে গ্রেফতার করা সম্ভব হয়। গোটা ঘটনার স্বীকার করে নিয়েছে শঙ্কর ও গুড্ডু।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন