News71.com
 International
 31 Aug 16, 12:08 PM
 417           
 0
 31 Aug 16, 12:08 PM

সিনেমার টাকা জোগাড় করতে ছাত্র অপহরণ অভিনেতার! ।।

সিনেমার টাকা জোগাড় করতে ছাত্র অপহরণ অভিনেতার! ।।

আন্তর্জাতিক ডেস্কঃ  নিজেই প্রযোজক। আবার নিজেই নায়ক। কিন্তু পকেট গড়ের মাঠ! তাই শেষমেশ সিনেমার জন্য টাকা জোগাড় করতে গিয়ে ফেঁদে বসলেন অপহরণের ছক! সেও ধোপে টিকল না। আপাতত পুলিশের জালে ধরা পড়ে জেলের ঘানি টানছেন দক্ষিণ ভারতের ওই উঠতি অভিনেতা।

যুবকের নাম মুনিয়াপ্পা। বহু চেষ্টা করেও অভিনয়ের সুযোগ না পেয়ে ২৯ বছর বয়সী যুবক ঠিক করেন নিজেই ছবি বানাবেন। আর তাতে নায়কও হবেন তিনি নিজেই।

ছবির নাম চটকদার, 'চ্যালেঞ্জার'। কিন্তু টাকার অভাবে আটকে গেল শুটিং। উদ্ধার পেতে ফন্দি আঁটলেন মুনিয়াপ্পা আর তার সহযোগী হাসান মুহাম্মদ। ২৬ বছর বয়সী হাসান এক অভিনেত্রীর প্রাক্তন মেকআপ ম্যান।

দুজনে মিলে ঠিক করলেন, এক বড় শিল্পপতিকে অপহরণ করবেন। কিন্তু তার বাড়ির সামনে নিরাপত্তারক্ষীদের পাহারায় কিছু করতে পারলেন না। এরপর এক বড় চাকুরীজীবীর কলেজ পড়ুয়া ছেলেকে অপহরণের। প্রথমে তাকে এবং তার প্রেমিকাকে হুমকি। মোটা অঙ্কের টাকা না পেলে ইন্টারনেটে আপলোড করে দেওয়া হবে তাদের ঘনিষ্ঠ ছবি। কিন্তু হুমকিতে পাত্তা দেয়নি প্রেমিক জুটি। শেষে একদিন কলেজ থেকে বাড়ি ফেরার পথে ওই কলেজপড়ুয়া ঈশান বাপাতকে অপহরণ করে তারা। মুক্তিপণ চেয়ে ফোন যায় ঈশানের প্রেমিকার কাছে।

যে অটোতে চেপে ওই তরুণী মুক্তিপণ নিয়ে যান, তার চালকের আসনে থাকলেন সাদা পোশাকের পুলিশ। নির্দিষ্ট জায়গায় আগে থেকেই মোতায়েন থাকল সাদা পোশাকের পুলিশকর্মীরা। এরপর খুব সহজেই ফাঁদে পা দেয় দুই আনাড়ি অপহরণকারী।

পুলিশের রেকর্ড বলছে, এর আগেও অসামাজিক কাজে জড়িয়েছেন মুনিয়াপ্পা। তার বিরুদ্ধে ছিনতাই চুরি এমনকি ডাকাতিরও অভিযোগ আছে। সিনেমার জন্য ফান্ড যোগাড়ে ছিনতাই করেন মুনিয়াপ্পার সহযোগী হাসানও। আপাতত দুজনেই শ্রীঘরে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন