News71.com
 International
 31 Aug 16, 11:29 AM
 378           
 0
 31 Aug 16, 11:29 AM

মধ্যপ্রদেশের হিরার খনি নিলামে তোলার সিদ্ধান্ত নিল ভারত

মধ্যপ্রদেশের হিরার খনি নিলামে তোলার সিদ্ধান্ত নিল ভারত

 

আন্তর্জাতিক ডেস্ক: এবার মধ্যপ্রদেশের একটি হিরার খনি নিলামে তোলার সিদ্ধান্ত নিল ভারত। আন্তর্জাতিক খনি বিশেষজ্ঞ সংস্থা ‘রিও টিনটো’ মধ্যপ্রদেশের ‘বুন্দের ডায়মন্ড মাইনিং প্রজেক্ট’টিকে পরিত্যক্ত ঘোষণা করার পরেই নিলাম ডাকার সিদ্ধান্ত নেয় ভারত সরকার।

রিও টিনটোর তরফে বলা হয়েছে, অর্থনৈতিক মন্দার কারণে কোম্পানি বিশ্বব্যাপী তাদের চলতি প্রজেক্টগুলোর মূল্যায়ন শুরু করেছে। আর এর পরেই সিদ্ধান্ত হয় বুন্দেরের প্রজেক্টটি তারা আর চালাবে না। চলতি বছর ২০১৬-র মধ্যেই তারা তল্পিতল্পা গুটিয়ে হাঁটা দেবে।

চলতি আগস্টের গোড়ায় আন্তর্জাতিক এই সংস্থাটি বলেছেন, প্রথম অর্ধে তাদের লাভ একধাক্কায় ৪৭% কমেছে। বিগত ১২ বছরে এমন দুরবস্থা হয়নি। তার পরেই ব্যয়সংকোচের সিদ্ধান্ত নেয় তারা।

বিগত ২০০৪ সালে বুন্দের হিরা খনির সন্ধান দেয় রিও টিনটো। তখন তারা বলেছেন, এই খনিতে ২৭.৪ মিলিয়ন অর্থাত্‍‌ ২ কোটি ৭৪ লক্ষ ক্যারেটের উপর হিরে আছে। খনি সচিব বলবিন্দার কুমার বলেছেন, রিও টিনটো এ ভাবে প্রজেক্টটি থেকে হাত তুলে নেয়ায় আমরা বিস্মিত হয়েছি। পরিবেশ মন্ত্রণালয় থেকে তারা খুব শিগগির প্রয়োজনীয় ফরেস্ট ক্লিয়ারেন্সও পেয়ে যেত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন