News71.com
 International
 30 Aug 16, 06:30 PM
 426           
 0
 30 Aug 16, 06:30 PM

নেকলেসের মতো সমুদ্র ঢেউ 'কেন'র ব্যাখ্যা নেই বিজ্ঞানীদের কাছে

নেকলেসের মতো সমুদ্র ঢেউ 'কেন'র ব্যাখ্যা নেই বিজ্ঞানীদের কাছে

আন্তর্জাতিক ডেস্ক: অতল গবেষণা করেও এখনও পর্যন্ত থই পাননি কোনও বিজ্ঞানী। ইংল্যান্ডের ডরসেট-জোরাসিক সমুদ্র সৈকতে অদ্ভুত রকমের ঢেউ আছড়ে পড়ে প্রতি দিন।শুধু জোরাসিক নয়, রিংস্টিড সৈকতেও একই দৃশ্য।

এমন কী আমেরিকার পয়েন্ট রেইজের পালোমারিন সৈকতেও এমন ঢেউ দেখা যায়। বার বার এই ঢেউ আছড়ে পড়ায় নেকলেসের আকার নেয় গোটা সমুদ্র তট। কিন্তু কী ভাবে হয়? কেন হয়? এর ব্যাখ্যা এখনও পর্যন্ত দিতে পারেননি বিজ্ঞানীরা।

তবে বিজ্ঞানীরা মনে করেন, এই রকম 'বিচ কাস্পস' ঢেউ তৈরি হয় ঝড় হওয়ার সময় বা তার পরে। এ রকম ঢেউ তৈরি হওয়ার পিছনে নানা তত্ত্ব খাড়া করলেও কোনও প্রমাণ দিতে পারেননি তাঁরা। তবে বিজ্ঞানীদের একাংশের মত, সমুদ্রের ঢেউ বার বার আছড়ে পড়ে সৈকতে থাকা নুড়ি-পাথরগুলি নির্দিষ্ট আকার তৈরি করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন