
আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের দ্বিতীয় বৃহত্তম এডেন নগরীর একটি সেনা প্রশিক্ষণ শিবিরে গতকাল আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তা একথা জানান ।
ওই কর্মকর্তা এএফপিকে জানান, হামলাকারী তার গাড়ি নিয়ে এডেনের উত্তরাঞ্চলের ওই সেনা শিবিরে নতুন নিয়োগপ্রাপ্তদের এক জমায়েতে দ্রুতগতিতে ঢুকে পড়ে এবং বিস্ফোরণ ঘটায়। এতে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে ।